
কাকে ভোট দিব আমি?
চোরের দল বি এন পি কে?
নাকি চোরের বড় ভাই , মিথ্যুক , বলদ আওয়ামিলিগ কে?
এর চেয়ে ১/১১ ই ভাল।
গত ২০০৭, ২০০৮ সেনা শাসনের সময় দেশের জনগণ বড় আশা করে বুক বেঁধেছিল এবার হয়তো আমাদের রাজনীতির পরিবর্তন হবে, দিন বদল হবে। দেশ ও মানুষের জন্য রাজনৈতিক দলগুলো কাজ করবে কিন্তু সে আশা মরিচিকা। গু গু'ই ! হাসিনা খালেদার পরিবর্তন সম্ভব না তা গত আড়াই বছরে দেশের তরুন সমাজ এই বিষয়টি চুড়ান্ত ভাবে বিশ্বাস করেছে। তাই আজ দেশের নতুন প্রজন্ম, ৭৫% জনগণ আকুল হয়ে আর একটা ১/১১ এর অপেক্ষায় আছে এবং পরিকল্পনা করছে অন্তত ১০ বছর সেই ১/১১ ধরে রাখতে। আপনার ভোট দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন