শনিবার, ২ মার্চ, ২০১৩

গণহত্যা ঠকাতে বাংলাদেশে সেনা শাসন আশু প্রয়োজন



গণহত্যা ঠকাতে বাংলাদেশে সেনা শাসন আশু প্রয়োজন, কারণ বি ডি আর হত্যা কান্ডের পর এটি ও দেশের জন্য মারাত্নক পরিস্থিতি বয়ে আনবে । যে যে রাজনীতি করেন না কেন, যে যে ধর্ম মানেন না কেন, মানুষ হত্যা কোন সময় কোন জাতির জন্য কল্যান বয়ে আনতে পারেনা ।১৯৭১ সালের হত্যাকান্ডের বিচার ৪৩ বছর হতে পারলে ২০১৩ সালের ও বিগত সালের এ অবুঝ ও নিরহ মানুষ গুলোর হত্যার বিচার কেন হবেনা? এটি জঘন্য মানবতাবিরোধী অপরাধ। পৃথিবীর সকল রাজনীতিবিদ ও ধর্মবিদ মিলে এক জন মৃত মানুষের জীবন দিতে পারবে কি? যদি না পারে তাহলে, প্রয়োজনে রাজনীতি বাদ দিয়ে মানুষ বাঁচান। আসুন আমরা এমন রাজনীতি বয়কট করি। এ নোংরা রাজনীতি বাদ দিতে কিছু দিনের জন্য হলে সেনা শাসনের প্রয়োজন ও দেশের নিরহ অবুঝ মানুষ গুলোকে বাঁচাতে। আসুন আমরা জনমত গঠন করি 
এখানে এটি বিষয় না বললে নয় সেটি হলো মাননীয় শেখ হাসিনা, খালেদা, সাঈদির ও অন্যান্য নেতার কোন আত্বীয় হত্যার শিকার হয়েছে কি? না বরং নিরহ হত দরিদ্র ও অবুঝ মানুষ গুলো হত্যার শিকার হচেছ। যাদের ১৯৭১ সালে পৃথিবীতে জন্ম হয়নি তারা তো হত্যার শিকার হচেছ। তাদেরকে আপনি শিবির বলেন, আর শাহবাগী নেতা বলেন তারা তো হত্যার শিকার হচেছ ও হবে। মাঝখানে আওয়ামীলীগ, বি,এন,পি,জামাত ও অন্যান্য দলের নেতার সুযোগ লুটবে আর আপনার লাশ মাঠির তলে যাবে এতে দেশের কি লাভ করতে পারবেন একটু চিন্তা করেন

২টি মন্তব্য:

  1. shobar agey amar desh, amar desher manuser praan, jodio se houk jamaat shibir , bnp, police, awamileague, hindu ki boddho ora amader e kono mayer shontan, rajnitir nongra faadey tader praan kere nea shokol mayer buk khali korar odhikaar aamra kono sorkar ke dei nai. sobai jegey utho r desh ke bachao, amader shamorik bahini sara prithibetey shaanti rokhaai onek vhumika rekhese tai aj tader kasey prosno tumra ki dekhsona amader deshei aj keo shantitey nai, protidin nongra rajneetir kase boli hotey hossey amader e niriho vhai,bon ke. aj pongu hotey boshese amader orthoniti, amar desh, tai desh o jatir sarthe shamorik bahinir honest help kamona korsi.

    উত্তরমুছুন
  2. আমাদের সবাইকে বুজতে হবে দেশ মহাসংকটে ? আমাদেরকে রাজনিতিভিদ্রা উদ্দার করবেনা। তারা দেশকে দংশ করেদিতেও দিদাবুদকরবেনা ।

    উত্তরমুছুন