আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
ইছচে করছে ছুটে গিয়ে উদ্বার কাজে অংশ নিই কিন্তু অনেক দুরে..... মৃত সবার মাগফিরাত কামনা করি। আর যারা ভবন করতে মানুষ মারার ব্যসবসথা রেখেছে ওই টাকাখেকো কাপুরুষদের শাসতি চাই এবং ফাটল দেখার পরে ও যারা লাশের মিছিল দেখতে চেয়েছে শুধু টাকা আয়ের জন্য ওই অমানুষদের ও উপযুক্ত বিচার দাবি করি। যদি ও এই দেশ কখনো তাদের টিকিটি ও ছুতে পারবেনা !! এবং কিছুই হবেনা তাদের!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন