সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩
পুলিশের নির্বিচারে আলেম হত্যা
এ কেমন দেশ যে দেশে মানুষের বাক স্বাধীনতা নেই ।
এ কেমন মুসলিম দেশের সরকার যে নাকি
ইসলাম রক্ষা করতে জানে না । এ কেমন মুসলিম দেশ
যেখানে টুপি আর পাঞ্জাবি পরতে পারি না ।
সরকার তোমার ভয় কিসের,তুমি যদি যোগ্য হবে সরকার তোমার বলছি ,তুমিতো আর ভিনদেশি
সরকার না, তোমার দেশের জনগনের দাবি কেন মান্যা
তাহলে । তুমি যদি ১৬ কুটি মানুষের অভিভাবক না
হতে পারবে তাহলে কেন তাদের অভিভাবক হতে চাও
এ তুমি কেমন সরকার,তোমার
সন্তানেরশরীরে পুলিশ দিয়ে গুলি করতে হুকুম দাও ।সরকারতোমারকিলজ্জাকরেনা,তুমিতোমার
সন্তানদের মিথ্যা প্রতিশুতি দাও । গত বারের একটা অয়াদাওতো পূরণ করনি ,এবার তুমি কোন কথা
নিয়া তাদের কাছে যাবে,সরকার আসলেই কি তোমার লজ্জা নেই ।সরকার, তাহলে তোমার এই লজ্জা
কি ভাবে নষ্ট হল,তাহলে কি তুমি নির্লজ্জের মত কাজ করে যাচ্ছ? সরকার আমরা বরই অসহায় একটা
জাতি,আমরা তোমার লোক দেখানো কিছু দেখতে চাই না । আমরা কাজ চাই , তিন বেলা খেতে চাই
,আমরা দেশটাকে উন্নত দেখতে চাই । আমরা স্বাধীন ভাবে বাঁচতে চাই । তুমি যদি এই গুল না পার
তুমি সরে যাও,ওই খানে যোগ্য লোককে আসতে দাও । আমাদের যোগ্য লোক আসার সময়ই হইছে
তুমি তাকে জয়াগা দাও।.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন