রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৩

আমার আব্বু. আম্মুকে ওরা মেরে ফেলেছে,

আমার আব্বু. আম্মুকে ওরা মেরে ফেলেছে, একবছর আগে৷ আজও তোমরা কিছু করতে পারলে না৷ আমি তাই আবারো দাঁড়ালাম বিচারের দাবিতে৷ আমার আব্বু, আম্মুর খুনিদের শাস্তি চাই৷ আমার আব্বু, আম্মুকে এনে দাও৷’’ - এই কথাগুলো হয়তো সামনে থাকলে মেঘ আমাকে বলতো৷ আমি তার সামনে যাইনি৷ কারণ আমরা এখনো তার বাবামায়ের খুনিদের ধরতে পারিনি, খুনের কারণ খুঁজে বের করতে পারিনি৷ এর চেয়ে লজ্জাস্কর আর কি হতে পারে?

গত এক বছর ধরে এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি হয়েছে৷ এবার এগিয়ে এসেছেন নিহতদের পরিবার৷ ছবির মাধ্যমে প্রতিবাদ জানানোর উদ্যোগ নিয়েছেন সাগর-রুনির পরিবারের সদস্যরা৷ এই প্রতিবাদের স্থান ধানমন্ডির দৃক গ্যালারি৷ সেখানে নিহত দম্পতির বিভিন্ন ছবি, হত্যাকাণ্ড পরবর্তী বিভিন্ন ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে ছবিতে৷ এভাবেই খুনি ধরতে সরকার এবং নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার প্রতিবাদ জানানো হবে৷ ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি চলবে এই কর্মসূচী। আজই শেষ দিন। আপনারা এই ইভেন্টিতে যোগদান করু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন