সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩

জাতির সূর্য সন্তানদের হত্যাকাণ্ডের শোকাবহ দিন

জাতির সূর্য সন্তানদের হত্যাকাণ্ডের শোকাবহ দিন- জাতীয় ভাবে ‘শোক’ পালন করা হোক
*********************************************
সেদিনকার পরিস্থিতি মোকাবেলায় ক্ষমতাসীন সরকার রহস্যজনক কারনে নজীরবিহীন অদক্ষতার পরিচয় দিয়েছেন। যদিও তখনকার ভারতপন্থী মিডিয়াগুলো ৫৭ জন মেধাবী অফিসারসহ ৭৫টি প্রাণের সর্বোচ্চ ক্ষতির বিনিময়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সে সময়কার পরিস্থিতি মোকাবেলাকে সফল সমাধান হিসেবে প্রপাগান্ডা চালিয়েছিলেন। আপসোস্! এর চেয়ে ক্ষতি আর কি হতে পারত?

বিডিআর ট্রাজেডির ৪টি বর্ষপূর্তিতেই জনগনের বিশেষ করে তরুণ প্রজন্মের দৃষ্টিকে ভিন্ন দিকে আবদ্ধ রাখতে ভারতীয়দের পৃষ্ঠপোষকতা ও অংশগ্রহণের রাজধানী ঢাকাতে লুটেরাদের মঞ্চ, নাচ-গানের আয়োজন আমাদের জাতীয় শোকের মাঝে কাঁটা ঘায়ে লবণের ছিটার মত। এটি চরম লজ্জাকর ও জাতির কৃতি সন্তানদের প্রতি নির্মম কৌতুক। জানি দেশের এ অপূরণীয় ক্ষতি সহজেই পূরণ হওয়ার নয়। নিহতদের পরিবারগুলো এ শোক কোনোভাবেই ভুলতে পারবেনা। দোয়া করি মহান আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য্য ধরবার তৌফিক দেন এবং তাদের শাহাদাতের মর্যাদা দান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন