কেউ নিজের দেওয়া কথা না রাখলেও অন্যের কথা রেখেছে। অর্থাৎ সরকারী দল বিরোধী দলের আর বিরোধী দল সরকারী দলের, বর্তমান আওয়ামীলীগ ঐক্যজোটের শাসন আমলের দূর্নীর দোহাই দিয়ে দূর্নীতির প্রতিযোগীতায় নেমেছে, অন্যদিকে বিএনপি তৎকালীন বিরোধীদল আওমীলীগকে অনুসরন করে সরকারকে বিপদে ফালাবার প্রতিযোগীতায় নেমেছে। মধ্যখানে ভূক্তভোগী হলাম আমরা বোকারদল জনগন। .
দেশের বর্তমান অবস্হায় মালয়েসিয়ার মাহাথীরের মত একজন লোক দরকার। বর্তমান নষ্ট রাজনীতি নিষিদ্ধ করে রাখা উচিত অন্তত আগামী ১০-১৫ বছর। দূর করা হোক সব দুর্নীতি আর দুর্নীতি বাজদের।এই সময়ের মধ্যে নতুন প্রজন্মএর সু শিক্ষিত তরুন সমাজে সুস্থ রাজনীতির শিক্ষা ও চর্চা করিয়ে গড়ে তোলা হোক। যাদের সবাই দেশের সত্যিকারের ইতিহাস জানবে, ইতিহাস নিয়ে কোন দ্বন্দ থাকবেনা,, তারা বুঝবে দেশের স্বার্থ , তারা জানবে প্রতিশ্রুতি কি , তারা জানবে সত্যিকারের গনতন্ত্র কাকে বলে ??
ওরা তো উত্তরাধিকার সূত্রে নেতৃত্ব পেয়েছে। নেতৃত্ব কতটা দৃঢ় তা তো উইকিলিকিস থেকে ইতিমধ্যে পাওয়া গেছে। কাজেই কথা রাখার যোগ্যতার বিষয়টিও আমাদের বুঝতে হবে
দেশের বর্তমান অবস্হায় মালয়েসিয়ার মাহাথীরের মত একজন লোক দরকার। বর্তমান নষ্ট রাজনীতি নিষিদ্ধ করে রাখা উচিত অন্তত আগামী ১০-১৫ বছর। দূর করা হোক সব দুর্নীতি আর দুর্নীতি বাজদের।এই সময়ের মধ্যে নতুন প্রজন্মএর সু শিক্ষিত তরুন সমাজে সুস্থ রাজনীতির শিক্ষা ও চর্চা করিয়ে গড়ে তোলা হোক। যাদের সবাই দেশের সত্যিকারের ইতিহাস জানবে, ইতিহাস নিয়ে কোন দ্বন্দ থাকবেনা,, তারা বুঝবে দেশের স্বার্থ , তারা জানবে প্রতিশ্রুতি কি , তারা জানবে সত্যিকারের গনতন্ত্র কাকে বলে ??
ওরা তো উত্তরাধিকার সূত্রে নেতৃত্ব পেয়েছে। নেতৃত্ব কতটা দৃঢ় তা তো উইকিলিকিস থেকে ইতিমধ্যে পাওয়া গেছে। কাজেই কথা রাখার যোগ্যতার বিষয়টিও আমাদের বুঝতে হবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন