শুক্রবার, ১ মার্চ, ২০১৩

২০১৩ তে এসে গনহত্যা দেখলাম

রার, যারা ফাঁসি চায় না তাঁদের কি অধিকার নাই? ৭১ এর গনহত্যা দেখিনি কিন্তু ২০১৩ তে এসে গনহত্যা দেখলাম! এই গনহত্যা দেখে মনে প্রশ্ন জাগে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো ঐ রাজাকার গুলো কি এখনকার গনহত্যাকারিদের চেয়েও হিংস্র ছিল । মানুষ এতধিক্কার জানাই বর্তমান সরকারকে । নিরস্র মানুষগুলোর উপর নির্বিচার গুলিবর্ষণ । রাস্তায়, ধান ক্ষেতে, বসতবাড়িতে, পুকুর, ডোবায় সব জায়গাই নির্বিচারে মানুষ হত্যা! কি তাঁদের অপরাধ? তাঁদের প্রিয় একজনের মিথ্যা বানোয়াট মামলায় সরকারের আজ্ঞাবহ আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে প্রতিবাদ! তাঁদের কি প্রতিবাদ করার অধিকার নেই । কতজন ফাঁসি চাই ফাঁসি চাই করে রাস্তায় নেমেছে? তাঁদের থেকে অনেক বেশি মানুষ ফাঁসি চাই না বলে রাস্তায় নেমেছে । শুধু যারা ফাঁসি চাই তাঁদের অধিকার আছে বিক্ষভ ক হিংস্র হয় কি করে! যে গণহত্যা চোখে দেখিনি তার জন্য ফাঁসি চেয়ে গলা ফাটাচ্ছি কিন্তু যে গণহত্যা সচক্ষে দেখচি তার সুবিচার চাওয়ার সাহস বা অধিকার কি আমদের নেই ।.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন