শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৩

পুলিশের গুলিতে মহিলাসহ চারজন নিহত


মানিকগঞ্জে সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে হরতাল চলাকালে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জে সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে হরতাল চলাকালে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের গুলিতে মহিলাসহ চারজন নিহত হয়। সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। সংঘর্ষের এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
নিহতরা হলেন, হেলেনা, শাহ আলম (২৮), আলমগীর (২৭) ও নাজিম উদ্দিন (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দল গ্রামে জামায়াত-শিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে পুলিশের গুলিতে কমপক্ষে ৩০জন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাইর উপজেলা হাসপাতালে নেয়া হলে চারজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গুলিবিদ্ধ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। 
। সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। সংঘর্ষের এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
নিহতরা হলেন, হেলেনা, শাহ আলম (২৮), আলমগীর (২৭) ও নাজিম উদ্দিন (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দল গ্রামে জামায়াত-শিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে পুলিশের গুলিতে কমপক্ষে ৩০জন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাইর উপজেলা হাসপাতালে নেয়া হলে চারজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গুলিবিদ্ধ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন