শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৩

আমার সেই আওয়ামীপন্হী বন্ধুটির মন্ আজ আরো খারাপ....


আমার সেই আওয়ামীপন্হী বন্ধুটির মন্ আজ আরো খারাপ.......................তার ভাষায় - "যুদ্ধাপরাধীদের বিচারের রায় সরকার যেভাবে চাইবে, সেভাবেই হবে । কিন্ত এইসব প্রজন্ম চত্বর-টত্বর করে আওয়ামী লীগের লাভের চাইতে ক্ষতিই বেশী হয়েছে । মানুষ এখন বিশ্বাস করছে যে, শাহবাগের আন্দোলনের নেতৃত্বে আছে ব্লগার নামের নাস্তিকরা এবং শেখ হাসিনার সরকার সেই নাস্তিকদেরকে সহায়তা করছে । সরকারের এই অবস্হানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ভোটের ক্ষেত্রে আগামীতে ব্যাপক প্রভাব ফেলবে । তাছাড়া, এ ঘটনায় জামাত-শিবিরের সাথে অন্য ইসলামী দলগুলোর দূরত্ব কমিয়ে দিয়ে ওদের প্রতি সাধারন জনগণের সহানুভূতি আরো বাড়িয়ে দিল । এখন জামাত-শিবির যদি এই দলগুলোকে নিয়ে জোট গঠন করে এবং আগামী নিবাচনে সেই জোট যদি বিএনপিকে সমথন দেয়, তাহলে আমাদের ভরাডুবি নিশ্চিত । আসলে কারা যে দল চালাচ্ছে, আর কারা সরকার চালাচ্ছে বুঝতে পারছি না । কারন সরকার ও দলের প্রতিটা পদক্ষেপের ফলাফল আগামীতে আওয়ামী লীগের রাজনীতিকে আরো কঠিন করে ফেলছে ।"....................................কথাগুলো বলে বন্ধুটি একটা দীঘনিশ্বাস ফেললেন ।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন