ওরা যখন মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে আলেম উলামাদের কার্টুন আঁকতে শুরু করলো, আমি তখন চুপ ছিলাম। ওরা যখন " ইসলাম" এর পক্ষে কথা বললেই "ছাগু" বলে গালি দিত, আমি তখনও চুপ ছিলাম। যখন ওরা কুরআন হাদিসকে জঙ্গি বই বলে আখ্যায়িত করলো, আমি তখনও চুপ ছিলাম। আজ যখন বায়তুল মুকাররমকে ওরা "শুয়োরের খোয়ার" বলে দম্ভোক্তি করলো, এখনও কি আমি চুপ থাকবো?? ওরা অপপ্রচার চালাচ্ছে, মুসল্লিরা নাকি মসজিদে আগুন দিয়েছে। হায়রে বেকুবের দল! তোরা যারা জীবনে কোনদিন মসজিদের বারান্দায়ও যাস নি, মসজিদের প্রতি তোদের ভালোবাসা বেশি, নাকি মসজিদের সাথে মায়ার বন্ধনে যুক্ত মুসল্লিদের ভালোবাসা বেশি? আইজু পিয়াল ইমরানরা মসজিদেঅকে বেশি ভালোবাসে, নাকি মুসল্লিরা বেশি ভালোবাসে? .…বাংলাদেশ আজ সুস্পষ্টভাবে দু ভাগে বিভক্ত। এক ভাগে সকল আলেম ওলামা আর ইসলামপ্রিয় জণতা মত পার্থক্য ভুলে এক হয়েছে। অন্য্ভাগে নাস্তিক, ইসলাম বিদ্বেষী, মুনাফিক, বিভ্রান্ত, আবেগী লোকেরা একত্রিত হয়েছে। আলো অথবা অন্ধকার, যেকোন এক পথকেই আপনার বেছে নিতে হবে। মাঝামাঝি থাকার কোন সুযোগ নেই। দল দুইটা। একটা আল্লাহর দল, আরেকটা শয়তানের দল। আপনি কোন দলে শামিল হবেন, সে সিদ্ধান্ত আপনার!
( আমাদের এক ভাইয়ের অনুভূতি )
( আমাদের এক ভাইয়ের অনুভূতি )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন