দুই নেত্রীর রাজনীতিতে আগমন,তাদের ক্ষমতা,দাম্ভিকতা,দলে ও সরকার প্রধান হলে তাদের আচরণ নিয়ে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে অতি সংক্ষেপে। আমাদের সবার প্রিয় ওই দুই নেত্রি কি বুঝতে পারছেন তাদের নিয়ে আমজনতা কি ভাবে বা চিন্তা করে? মনে হয় না। আমাদের দেশে ইমুশনাল রাজনীতিকের সংখ্যা বেশি। যার কারণে দুই নেত্রি-ই রাজনৈতিক কোন অভিজ্ঞতা না নিয়েই সরাসরি ক্ষমতার মসনদে আরোহন করছেন তারা। অতীতে ও বর্তমানে উনারা দেশবাসিকে যে কষ্ট দিয়েছে ও দিচ্ছেন তা তাদের উপলব্দিতেই নেই। আসলে আমরা দেশবাসি তথা ভোটাররা এজন্য বেশি দায়ি। উনারা দেশের স্বার্থে রাজনীতি করছেননা। রাজনীতি করছেন নিজেদের ও দলের নেতা-কর্মিদের স্বার্থে। উনারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেননা এটাই বড় দু:খের ও আফসোসের বিষয়। তবে ভাবতে অবাক লাগে উনাদের আশে-পাশে এতো জ্ঞানি-গুনি রয়েছেন তারা কি সাহস করে দুজনের ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারেননা? ক্ষমতায় আসা-যাওয়ার এই যে পালা বদল এতেও কি উনাদের শিক্ষা বা বোধুদয় হয়না ? তবে এ দুর্ভাগাদেশে যদি তৃতীয় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উদ্ভব হতো তাহলে ওই দুই নেত্রি এবং তাদের রাজকিয় মনোভাবের পরিবর্তন হতো। এ লক্ষন ও দেখা যচে্ছেনা। কাজেই ঘুরে ফিরে উনারাই ক্ষমতায আসবেন ও যাবেন। আশা করছি এবার তাদের মন-মানসিকতার পরিবর্তন হবে। এ আশায় চেয়ে রইলেম। সময়োপযোগি লেখার জন্য ধন্যবাদ জনাব সুধীর সাহাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন